মায়ামির হায়াত রিজেন্সি হোটেলে পরবর্তী ফোবানা সম্মেলন


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৯ নভেম্বর ২০১৬

আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ২০১৭ সালের সম্মেলনের জন্য ফ্লোরিডার মায়ামি ডাউনটাউনের হায়াত রিজেন্সি হোটেল চূড়ান্ত করা হয়েছে। পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার বিশাল এ মিলনায়তনে তিন দিনব্যাপী এবারের সম্মেলন শুরু হবে ৬ অক্টোবর থেকে।

এবারের ফোবানার আয়োজনের হোস্ট কমিটি হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব ফ্লোরিডা। কমিটির নেতারা ইতোমধ্যে ফোবানা সম্মেলন আয়োজনের জন্য হোটেল হায়াত রিজেন্সির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন।

চুক্তি সম্পাদনকালে উপস্থিত ছিলেন ফোবানা ২০১৭ হোস্ট কমিটির কনভেনর এম রহমান জহির, সাবেক চেয়ারম্যান ও হোস্ট লিয়াজোঁ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমানসহ বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব ফ্লোরিডার কর্মকর্তারা।

hayat

এ বিষয়ে ফোবানা চেয়ারম্যান আজাদুল হক জানান, ‘ফোবানা সম্মেলনের ব্যাপক জনপ্রিয়তার কারণে প্রতি বছরই এর আকর্ষণ বাড়ছে। ওয়াশিংটন ফোবানায় দর্শকের উপচেপড়া ভিড়ের কারণে ফ্লোরিডায় মূল অনুষ্ঠানের জন্য পাঁচ হাজার দর্শকের ধারণক্ষমতা সম্পন্ন জেমস এল নাইট সেন্টার নেয়া হয়েছে। সেজন্য এখন থেকে আরো বড় ভেন্যুতে বিশাল আকারে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। সেমিনার, মিটিং, ফোবানার বার্ষিক সভা, চিত্র প্রদর্শনী, নৈশভোজ অনুষ্ঠিত হবে হোটেলের অন্য রুমগুলোতে। শিগগিরই হোটেলের রুম রিজার্ভেশন শুরু হবে।’

তিনি আরো বলেন, সমগ্র উত্তর আমেরিকায় একটিই মাত্র ফোবানা সংগঠন আছে যারা প্রতিবছর একটি সম্মেলন করে থাকে যা ফোবানা হিসেবে পরিচিত। ফোবানা একটি রেজিস্টার্ড ট্রেডমার্ক। তাই ফোবানার নাম ভাঙ্গিয়ে আর কারো ফোবানা নামে কোনো সম্মেলন করার আইনগত কোনো অধিকার নেই। এছাড়া এবছর থেকে ফোবানাতে আমন্ত্রিত ব্যক্তি এবং ভেন্ডরদের নাম আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। ফোবানা সম্পর্কে বিস্তারিত জানতে www.fobanaonline.com ওয়েবসাইট ভিজিট করতে আহ্বান করা যাচ্ছে।

বিএ/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]