মালয়েশিয়ার পেনাংয়ে ৩৩ বাংলাদেশি আটক


প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৩ আগস্ট ২০১৬

মালয়েশিয়ার রাজধানী কুয়াললামপুর থেকে চারশ কিলোমিটার দূরের শহর পেনাংয়ের একটি শপিংমলের পারিবারিক বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে ৩৪ অভিবাসীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৩৩ জনই বাংলাদেশি।

পেনাং ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপ-সহকারী পরিচালক ফাইরুজ ইসমাইল বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ওই অভিযানে সেবেরাং পেরাই মিউনিসিপ্যাল কাউন্সিলও (এমপিএসপি) অংশ নেয়।

তিনি বলেন, আটকদের মধ্যে ৩৩ জন বাংলাদেশি এবং একজন নেপালি। তাদের কাছে কোনো পরিচয়পত্র বা নিবন্ধনের তথ্য পাওয়া যায়নি। এছাড়াও তাদের অনেকেই সোশ্যাল ভিজিট পাসে এসে অবৈধ হয়েছেন।

পারিবারিক বিনোদন কেন্দ্রে কারোকে, কাল্পনিক যন্ত্র, স্নুকার, ক্যাফে, ছোট বার এবং রেস্টুরেন্ট রয়েছে।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]