গুলশানে জঙ্গি হামলা : মালয়েশিয়ায় জাতীয় শোক পালন


প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০৩ জুলাই ২০১৬

রাজধানীর গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে মালয়েশিয়া আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক পালন করা হয়েছে। রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিতবিনতাং রসনা বিলাস রেস্টুরেন্টে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান মিতুলের পরিচালনায় ইফতার পূর্ব শোকসভা শুরুর আগে গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কামরুজ্জামান কামাল বলেন, গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলা দেশি-বিদেশি চক্রান্তকারীদের পরিকল্পনারই অংশ। বাংলাদেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকারীদের চক্রান্ত চলছে।

শোক সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির, মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মোনায়েম খান, সেচ্ছা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস কে মুকুল,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান  সরকার, দৌলত আহমেদ, সাংগঠনিক সম্পাদক লিটন সরকার বাবু, মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক লীগের প্রচার প্রকাশনা সম্পাদক কাজী হালিম, দীপক দাস, হোসেন, শাওন, শেখ জাহাঙ্গীর, হারুন, কাওছার আহমেদ হানতুয়া শাখার জাহাঙ্গীর আলম ইমন, যুবলীগের মাহবুবুর রহমান রুবেল, রাইয়্যান রাজু, বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ, যুগ্ম আহ্বায়ক মো. রাসেল শিকদার প্রমুখ।

আহমাদুল কবির/এসকেডি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]