মালয়েশিয়ায় এক বাংলাদেশি আটক


প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৭ মে ২০১৬

মালয়েশিয়ার সড়ক ও পরিবহন বিভাগের বিশেষ অভিযানে এক বাংলাদেশিসহ তিন ছাত্র আটক হয়েছেন। আটক তিনজনের বাকি দু’জন পাকিস্তানি ও নেপালি।

অবৈধ ‘রেন্ট-এ-কার’ ব্যবসায় এ তিনজনের মাসিক উপার্জন ছিল ১ লাখ ২৬ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত। শুক্রবার দেশটির জাতীয় দৈনিক নিউ স্ট্রেইটস টাইমস এই খবর প্রকাশ করে। মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগের এক বিশেষ অভিযানে এই ঘটনা বেরিয়ে এসেছে।

সড়ক পরিবহন বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ কিফলি মা হাসান বলেছেন, গত ছয়মাস ধরে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই এই ব্যবসা চালিয়ে আসছিলেন তারা। আমরা প্রমাণ পেয়েছি তারা রেন্ট-এ-কারের ব্যবসায় ৩০টি গাড়ি ব্যবহার করতেন।

অভিযানে তিনটি গাড়িও জব্দ করা হয়েছে এবং পুলিশ এসব গাড়ির মালিককে খুঁজছে।

মুহাম্মদ কিফলি মা হাসান বলেন, ‘আমাদের ধারণা, আরো অনেকেই এই ব্যবসার সঙ্গে জড়িত। তাদের ধরতে এই এলাকায় অভিযান অব্যাহত থাকবে।’

অভিযোগ প্রমাণিত হলে আটককৃতদের দুই বছর পর্যন্ত জেল বা ১ হাজার থেকে ১০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে বলেও জানান এ কর্মকর্তা।

এনএফ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]