মালদ্বীপে গণহত্যা দিবস পালন

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৬ মার্চ ২০২৫

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে গণহত্যা দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করে শোনান কল্যাণ সহকারী আল মামুন পাঠান। এরপর স্বাগত বক্তব্য দেন মিশনের তৃতীয় সচিব মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি তার বক্তব্যে গণহত্যা ও নৃশংসতার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি ভারপ্রাপ্ত হাইকমিশনার ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে গণহত্যায় নিহত শহীদ ও মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এই নারকীয় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

মালদ্বীপে গণহত্যা দিবস পালন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি প্রবাসী বাংলাদেশিদের স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান। ভবিষ্যৎ প্রজন্মকে গণহত্যা ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিতকরণের বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলার জন্য হাইকমিশনার সবাইকে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান।

সবশেষে তিনি গণহত্যায় নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

কনস্যুলার সহকারী ইবাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি নাগরিকরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com