সিডনিতে সিটিজেন ‘অব দ্য ইয়ার’ নোমিনেশন পেলেন আজাদ খোকন

অস্ট্রেলিয়ার এনএসডব্লিউ রাজ্য সরকার প্রতি বছর স্বেচ্ছাসেবকদের অস্ট্রেলিয়া ডে’তে বিভিন্ন ক্যাটাগরিতে সিটিজেন অব দ্য ইয়ার পুরস্কার দিয়ে থাকে। এর মধ্যে কমিউনিটি ভলেন্টারি বিভাগে পুরস্কার পেয়েছেন সংবাদকর্মী আবুল কালাম আজাদ খোকন।
তার এই কাজের স্বীকৃতিস্বরূপ এ বছর সিডনির ক্যান্টারবারি ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের মেয়র বেলাল হেইক এই পুরস্কার তুলে দেন।
আরও পড়ুন
গত ২০ বছর ধরে তিনি সিডনির মাল্টিকালচার কমিউনিটিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। তিনি অস্ট্রেলিয়া ক্লিন আপ ডে, হারমনি ডে, হোয়াইট রিবন অস্ট্রেলিয়া ডে, মানসিক স্বাস্থ্য, মাইন্ডফুলনেস, জাস্টিস অফ দ্য পিছ ইত্যাদি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
আজাদ একজন স্বাস্থ্যকর্মী ও জাগো নিউজের অস্ট্রেলিয়া প্রতিনিধি। এ পর্যন্ত তিনি বিভিন্ন সেক্টরে প্রায় ৭০/৮০টি পুরস্কার গ্রহণ করেছেন। গত বছরেও তিনি ও তার সংগঠন নবধারা অ্যাসোসিয়েশন এই পুরস্কার পেয়েছেন।
এমআরএম/এমএস