মালয়েশিয়ায় মেশিনে হাত ঢুকে বাংলাদেশি শ্রমিক আহত


প্রকাশিত: ১২:১১ পিএম, ২৪ মে ২০১৬

মালয়েশিয়ায় একটি মশলা কারখানায় মেশিনে হাত ঢুকে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশি এক শ্রমিক। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর মেশিন থেকে ওই শ্রমিকের হাত বের করতে সক্ষম হন দমকল বাহিনীর কর্মীরা।  

শনিবার কুয়ালালামপুরের রায়ানিতে এ ঘটনা ঘটে বলে দেশটির নিউ স্ট্রেইটস টাইমস সূত্রে জানা গেছে।
 
সেলাঙ্গর ফায়ার ও রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক মো. সানি হারুল জানান, দমকলকর্মীরা আহত বাংলাদেশি শ্রমিকের হাত বের করে আনতে সক্ষম হয়েছেন।

স্ট্রেইটস টাইমসের খবরে ওই শ্রমিকের নাম-ঠিকানা কিছু উল্লেখ করা হয়নি। তার বয়স বলা হয়েছে ৩০ বছর। চিকিৎসার জন্য তাকে সুঙ্গাই বুলোহ হাসপাতালে নেয়া হয়েছে।  

এনএফ/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]