কুয়ালালামপুর বিমানবন্দর

সিন্ডিকেটের অপেক্ষায় থেকে পুলিশে ধরা, ফেরত দেওয়া হলো বাংলাদেশিদের

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল-১ এ সিন্ডিকেটের অপেক্ষায় থাকা বাংলাদেশিসহ একদল বিদেশিকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান, কেএলআইএ টার্মিনাল-১ এর অপারেশন কন্ট্রোলের ডেপুটি চিফ সুরেশ নাদারজাহ।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, তদন্ত শেষে আটক বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এরমধ্যে কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে কিংবা কোন দেশের কতজন রয়েছেন তা জানানো হয়নি।

কুয়ালালামপুর বিমানবন্দর, সিন্ডিকেটের অপেক্ষায় থেকে পুলিশে ধরা, ফেরত পাঠানো হল বাংলাদেশিদের

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বলা হয়, এই দলটি বিমান থেকে নেমে সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে সিন্ডিকেট সদস্যদের সংকেতের অপেক্ষা করছিলেন। ২৪ ঘণ্টার বেশি সময় বিমানবন্দরে ফাস্ট ফুড দোকানে এবং যাত্রীদের বসার স্থানে অপেক্ষা করছিলেন। কেউ কেউ আবার দুদিন ধরে অবস্থান করছিলেন।

পরে, ইমিগ্রেশন বিভাগের তদন্ত শেষে আটকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, তদন্তে দেখা গেছে কিছু বিদেশি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা ইমিগ্রেশন কাউন্টারে যাননি। মূলত সিন্ডিকেটের সংকেতের অপেক্ষায় ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com