ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে বার্লিনে প্রতিবাদ

হাবিবুল্লাহ আল বাহার
হাবিবুল্লাহ আল বাহার হাবিবুল্লাহ আল বাহার
প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪

জার্মানির রাজধানী বার্লিনে ভারতীয় গণমাধ্যমের অসত্য সংবাদ প্রচার এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

রোববার (১৫ ডিসেম্বর) জার্মান স্থানীয় সময় দুপুর ১২টায় বার্লিনের প্রাণকেন্দ্র এবং বিখ্যাত পর্যটন এলাকা ব্রান্ডেনবুর্গার টোরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জার্মানির বিভিন্ন শহর থেকে শতাধিক প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন। প্রতিবাদ সমাবেশ থেকে ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, কোনো সভ্য দেশ তার বন্ধুপ্রতিম অন্য দেশের মিশনে হামলা করতে পারে না।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ব্যাপারে অসত্য খবর প্রচার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর নিন্দা জানানো হয় প্রতিবাদ সমাবেশে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভারত ব্যাপকহারে ভুয়া খবর প্রচার করছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চেষ্টায় লিপ্ত এবং পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে।

জার্মানি, বাংলাদেশ, ভারত, প্রবাস, অভিবাসী, গণমাধ্যমভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে বার্লিনে প্রতিবাদ

বক্তারা বলেন, এসব কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি ভারত এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করে, তবে ভবিষ্যতে তাদের কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা বলেন, সম্প্রতি ভারতীয় কিছু গণমাধ্যমের বক্তব্য অত্যন্ত বিভ্রান্তিকর, উসকানিমূলক এবং বিপজ্জনক। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকেই এসব মিডিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে কলুষিত করার অপচেষ্টা করছে।

প্রবাসী বাংলাদেশিরা বলেন, ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ করতে হবে। তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]