ক্যালিফোর্নিয়ায় পর্দা উঠলো বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগের

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪

হাসান, ক্যালিফোর্নিয়া

ক্যালিফোর্নিয়ার উডলি ক্রিকেট পার্কে আট দলের অংশগ্রহণে পর্দা উঠলো বাংলাদেশ চ্যাম্পিয়নস লীগের। রোববার সকাল ৯টায় উডলি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ চ্যাম্পিয়নস লীগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রুথলেস গ্লাডিয়েটরসকে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নেয় ক্যালিফোর্নিয়া ঈগল। এছাড়া খেলার প্রথম রাউন্ডে চারটি পৃথক মাঠে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এবারের আসরে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দুতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্পন্সরে অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের গঠিত দল রুথলেস গ্লাডয়েটরস।

ক্যালিফোর্নিয়ায় পর্দা উঠলো বাংলাদেশ চ্যাম্পিয়নস লীগের

প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় এই ক্রিকেট টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিভিন্ন সিটির বাংলাদেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও অংগ্রহণ করেন।

টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলের গ্রুপ ‘এ’ তে বেঙ্গল ইলেভেন, এল এ বাংলা ইউনিক, নোহো টাইটানস, এসএফ ওয়ারিয়র্স গ্রুপ ‘বি’ তে বেঙ্গল ওয়ারিয়র্স, ক্যালিফোর্নিয়া ঈগলস, রুথলেস গ্ল্যাডিয়েটর্স এবং সিলেট কনকোয়েরার্স।

টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলের খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার তিনশতাধিক ক্রিকেটভক্ত উপস্থিত ছিলেন।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]