জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য বিএনপির সভাপতি

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১২ নভেম্বর ২০২৪

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের জন্মদিন উপলক্ষে প্রবাসী নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ১৯৫৭ সালের ১২ নভেম্বর সিলেটের দক্ষিণ সুরমায় জন্মগ্রহণ করেন তিনি।

এমন এ মালেকের এই বিশেষ দিনে যুক্তরাজ্য প্রবাসী মাদারীপুরের রনি খান এক বার্তায় বলেন, এম এ মালিক ভাই সবসময় আমাদের প্রেরণা ও সাহসের প্রতীক। প্রবাসে থেকেও তিনি দেশে-বিদেশে বিএনপির আদর্শের আলো ছড়িয়ে যাচ্ছেন। তার আত্মত্যাগ ও সাহসী নেতৃত্বই সাহসের প্রেরণা। যুক্তরাজ্যে জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করতে তার অবদান অনন্য এবং অতুলনীয়। আজকের এই শুভদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

তিনি আরও বলেন, মালিক ভাই শুধুমাত্র একজন নেতা নন বরং প্রবাসে জাতীয়তাবাদী আদর্শের অভিভাবক, যার সঠিক দিকনির্দেশনা আমাদের পথ দেখিয়েছে। তার নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি এক নতুন গতিশীলতা লাভ করেছে।

যুক্তরাজ্য প্রবাসী, জাতীয়তাবাদী চেতনার সৈনিক এবং মানবাধিকারকর্মী মোহাম্মদ গিয়াস উদ্দিন এক শুভেচ্ছা বার্তায় বলেন, মালিক ভাই, আপনার নেতৃত্বে প্রবাসে জাতীয়তাবাদী আন্দোলন আজ আরও শক্তিশালী ও গতিশীল। এই বিশেষ দিনে আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

যুক্তরাজ্য প্রবাসী নাহিদুল ইসলাম নাহিদ নামে আরেকজন শুভেচ্ছা বার্তায় বলেন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিন ধরে বিএনপির সঠিক আদর্শ এবং গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এম এ মালিকের অবদান অপরিসীম। আপসহীন মনোভাব নিয়ে সবসময় তিনি বিএনপির মূলনীতির পক্ষে প্রবাসীদের উদ্বুদ্ধ করে চলেছেন। তার এই জন্মদিনে লাল গোলাপ শুভেচ্ছা জানাই।

এছাড়া আরও অনেক নেতাকর্মী শুভেচ্ছা বার্তায় বলেন, এম এ মালিকের সাহসী নেতৃত্ব ও ত্যাগের কারণে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সাহসের প্রতীক।

জেএইচ/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]