গ্রিস

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান রাষ্ট্রদূতের

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না মতিউর রহমান মুন্না , গ্রিস প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৩ অক্টোবর ২০২৪

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে গ্রিস প্রবাসীদের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদ রহমান সুমনা।

‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী করতে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ‘রেমিট্যান্স উৎসব’ কর্মসূচি গ্রহণ করেছে দূতাবাস।

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান রাষ্ট্রদূতের

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এথেন্সের পাথিশিয়ন এলাকার ‘তাজ মহল’ ট্রাভেল অ্যান্ড মানি ট্রান্সফার এজেন্সি পরিদর্শনে যান রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল ও দ্বিতীয় সচিব রাবেয়া বেগম।

এ সময় তাদের স্বাগত জানান প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম।

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান রাষ্ট্রদূতের

রাষ্ট্রদূতের উপস্থিতিতে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারীদের নিয়ে এক লটারির আয়োজন করে ‘তাজ মহল’ মানি ট্রান্সফার এজেন্সি। লটারির মাধ্যমে ৮ জন প্রবাসীকে পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশে আসা-যাওয়ার টিকিট, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এতে অনেক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত উপস্থিত প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি প্রবাসীদের আয়ের ওপর নির্ভর করে। প্রবাসীদের সাপোর্টেই দেশ এগিয়ে যাচ্ছে। তাই বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারী সকল প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]