মালয়েশিয়ার পর্যটন মেলায় স্থান পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৭ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় অনুষ্ঠিত চার দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন ও সংস্কৃতি মেলায় স্থান পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি। মালয়েশিয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নেয় বাংলাদেশসহ ২০টিরও বেশি দেশ।

মালয়েশিয়ার পর্যটন মেলায় স্থান পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি

সম্মেলন শেষে বাংলাদেশসহ ছয়টি দেশ তাদের দেশীয় সাংস্কৃতিক প্রদর্শনী উপস্থাপন করে। রোববার (৬ অক্টোবর) মেলার শেষ দিনে প্রবাসী বাংলাদেশিদের একটি দল বাংলাদেশের সাংস্কৃতিক পরিবশেনা তুলে ধরে। পরিবেশনায় বাংলাদেশের ঐতিহ্য, ঋতুবৈচিত্র ও বিভিন্ন উৎসব তুলে ধরা হয়। মেলায় আগত বিপুলসংখ্যক বিদেশি অতিথি ও দর্শনার্থী এই ১৫ মিনিট ব্যাপী এই মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন এবং এই উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

মালয়েশিয়ার পর্যটন মেলায় স্থান পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি

এ সময় বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রনব কুমার ভট্টাচার্য্য, কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার পর্যটন মেলায় স্থান পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি

হাইকমিশনের উদ্যোগে এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিদেশিদের কাছে বাংলাদেশের পর্যটনস্থানসমূহকে এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতি তুলে ধরা হয়। বাংলাদেশের বুথে আগত এবং সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত বিভিন্ন দেশের দর্শনার্থীরা বাংলাদেশ ভ্রমণের বিষয়ে তাদের আগ্রহ ব্যক্ত করেন।

মালয়েশিয়ার পর্যটন মেলায় স্থান পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি

মালয়েশিয়া তথা আসিয়ান অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবাকে পরিচিত করার লক্ষ্যে হাইকমিশন নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে আসছে এবং গত ৪ মাসে আটটি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে বলেও হাইকমিশন সূত্রে জানা গেছে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]