শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা, মালয়েশিয়ায় ৭ বাংলাদেশি আটক

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৪
শ্রমিক ভিসায় গিয়ে মুদি দোকানের ব্যবসার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ

মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে মুদি দোকানের ব্যবসার অভিযোগে ৭ বাংলাদেশিসহ ৯ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক বাকি দুইজনের একজন নেপালের ও অপরজন মিয়ানমারের নাগরিক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশটির পেনাং রাজ্যের লেবুহ সুঙ্গাই পিনাং, মিনডেন হাইট ও গেলুগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পেনাং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন।

দেশটির অভিবাসন বিভাগ জানায়, গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের অভিযোগ এসব অভিবাসী উৎপাদন খাতের শ্রমিক ভিসায় এসে অবৈধভাবে খুচরা দোকানের ব্যবসা করছিলেন।

শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা, মালয়েশিয়ায় ৭ বাংলাদেশি আটক

এনফোর্সমেন্ট ডিভিশনের অভিযানকালে ওই দোকান ব্যবসায় স্থানীয় কোনো মালিকের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ বিষয়ে আরও তদন্তের জন্য আটক ৯ জনকে স্থানীয় ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

আটক অভিবাসীদের নিয়োগকর্তা ও আবাসন মালিকদের বিষয়ে তদন্ত করা হবে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় অভিবাসন বিভাগ।

কেএসআর/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]