মিশরে প্রবাসীদের বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ

আফছার হোসাইন
আফছার হোসাইন আফছার হোসাইন মিশর-থেকে
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৬ আগস্ট ২০২৪

তুমুল গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন মিশরে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা।

সোমবার (৫ আগস্ট) বিখ্যাত আল-আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তারা।

মিশরে প্রবাসীদের বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ

সন্ধ্যায় দেশটিতে বাংলাদেশি ছাত্র সংগঠন ইত্তেহাদের অঙ্গ সংগঠন ‘আজহার ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে আল-আজহার বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে (মদিনাতুল বুউস) ক্রিকেট ম্যাচ, মিষ্টি বিতরণ, দেশাত্মবোধক গান, সম্প্রতি দেশে নিহতের জন্য দোয়ার আয়োজন করেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

মিশরে প্রবাসীদের বিজয় উল্লাস ও মিষ্টি বিতরণ

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় দেশে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এতে তুমুল বিতর্কের মুখে পড়ে আওয়ামী লীগ সরকার। জুলাই মাসে শুরু হওয়া ছাত্র-আন্দোলন ধীরে ধীরে তীব্র হতে থাকে।

অবশেষে ৫ আগস্ট ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারযোগে দেশ ছাড়েন শেখ হাসিনা।

ইএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]