কুয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ নিহত ৭

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১১ জুলাই ২০২৪
কুয়েতে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন

কুয়েতে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী, বাকি পাঁচজন ভারতীয়। দুর্ঘটনায় আহত হয়েছেন তিন ভারতীয়।

মঙ্গলবার (৯ জুলাই) ভোরে সেভেনথ রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীরা একটি মিনি ভ্যানে করে কর্মস্থল থেকে ফিরছিলেন। এসময় অন্য একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ভ্যানটি সেভেনথ রিং রোডের আবদুল্লাহ আল মোবারক এলাকার বিপরীতে থাকা সেতুর ডিভাইডারে ধাক্কা দেয়।

নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি প্রবাসী। তারা হলেন- কুমিল্লার আলি হোসেনের ছেলে মো. হাসান ও ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল মোতালিবের ছেলে মো. জামাল মিয়া।

নিহত ভারতীয়রা হলেন, বিহারি লাল, বক্কর সিং, বিক্রম সিং, দেবেন্দর সিং এবং রাজ কুমার কৃষ্ণস্বামী। দুর্ঘটনায় আহত ভারতীয় নাগরিক সুরেন্দ্রন, বিনু মনোহরন এবং গুরুচরণ সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএসআর/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]