মালয়েশিয়ায় অগ্রণী রেমিট্যান্স হাউজের প্রচারণা সভা
‘প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন’ বৈধপথে প্রবাসী আয় প্রেরণ, সর্বজনীন পেনশন স্কিম ও ডিপোজিট অ্যাকাউন্ট সংক্রান্ত প্রচারণা সভা করেছে মালয়েশিয়ার অগ্রণী রেমিট্যান্স হাউজ।
সোমবার (২৪ জুন) অগ্রণী রেমিট্যান্স হাউস ও মালয়েশিয়া সিল কনসাল্ট এসডিএন বিএইচডির আয়োজনে সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্ল্যাংয়ের পোলাও ইন্দা সানওয়ে ডাইসো ডিজিসি প্রজেক্টে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
সিল কনসাল্ট এসডিএন বিএইচডি মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ার মো. আমিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত।
প্রচারণা সভায় প্রধান অতিথি বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে প্রবাসীদের উদ্দেশ্য বলেন, সরকার দীর্ঘ মেয়াদে প্রবাসীদের জন্য প্রবাস স্কিম চালু করেছে। এ স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা দেবে।
চেয়ারম্যান বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের সক্ষমতা অনেকগুণ বেড়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।
প্রচারণা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের সিইও মো. মুরশেদুল কবীর ও অগ্রণী রেমিট্যান্স হাউস এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার সি.ই.ও এবং পরিচালক সুলতান আহমেদ। এ সময় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রেমিট্যান্স হাউসের কর্মকর্তারা।
সভায় প্রবাসীদের মধ্য থেকে বক্তব্য দেন, হোসাইন শহীদ সারওয়ার, কাজিম উদ্দিন, নূরনবী। প্রচারণা সভায় অংশ নেন প্রায় তিন শতাধিক প্রবাসী।
এমআরএম/এএসএম