সিলেটকে ‘বন্যাদুর্গত’ এলাকা ঘোষণা করার দাবি কুয়েত প্রবাসীদের

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৫ জুন ২০২৪

কুয়েত প্রতিনিধি

মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলাকে ‘বন্যাদুর্গত’ এলাকা হিসেবে ঘোষণা ও দ্রুত ত্রাণ সরবরাহের দাবি জানিয়েছেন কুয়েতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীরা।

রোববার (২৩ জুন) কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে বৃহত্তর সিলেট কুয়েত প্রবাসীদের উদ্যোগে এক সভায় এই দাবি জানান তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের সভাপতি আবু সাইদ কুতুব উদ্দিন।

সুনামগঞ্জ মানবকল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক সুরুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা কাজী সফিক। প্রধান বক্তা ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা আলিম উদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ.হ.জুবেদ, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফরওয়ানিয়া শাখার আহ্বায়ক লোকমান জাহিদ, রাজনগর প্রবাসী ঐক্য পরিষদ কুয়েতের সাধারণ সম্পাদক আলাল আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহ-সভাপতি লেছু মিয়াসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা সিলেট বিভাগের চার জেলাকে ‘বন্যা দুর্গত’ এলাকা ঘোষণা ও দ্রুত ত্রাণ সরবরাহের দাবি জানানোর পাশাপাশি দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেট অঞ্চলের মানুষদের বারবার বন্যার পানিতে কেন এত দুর্ভোগ, এ বিষয়টি সরকারকে খতিয়ে দেখার অনুরোধ জানান তারা।

২০২২ সালের পর পুনরায় ২০২৪ সালে বন্যায় তলিয়ে গেছে বৃহত্তর সিলেট। এই অঞ্চলের চার জেলা প্রশাসনের তথ্যমতে, বিভাগে অন্তত ১৬ লাখ মানুষ পানিবন্দি হয়েছেন। আর আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]