মালদ্বীপের কারাগারে বন্দিদের বস্ত্র দিলো বাংলাদেশ হাইকমিশন

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৪ মার্চ ২০২৪

মালদ্বীপের একটি কারাগারে প্রবাসী বাংলাদেশিদের বস্ত্র দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (৪ মার্চ) হাইকমিশনের পক্ষ থেকে কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ এসব হস্তান্তর করেন।

এ সময় মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন। কিছুদিন আগে হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালদ্বীপের মাফুসী কারাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রবাসী বাংলাদেশি বন্দিরা বস্ত্র দেওয়ার জন্য অনুরোধ জানান।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট তহবিল হতে বস্ত্র (লুঙ্গি, গামছা, গেঞ্জি, টুপি ইত্যাদি) দেওয়া হয়েছে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]