গ্রিসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না মতিউর রহমান মুন্না , গ্রিস প্রতিনিধি গ্রিস
প্রকাশিত: ১২:০১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩

‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখব তাদের অধিকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে গ্রিসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।

গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ১৮ ডিসেম্বর এ দিবস পালন করা হয়। দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমদের সভাপতিত্বে, গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস প্রাঙ্গণে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন।

দিবসটি উদযাপন উপলক্ষে, প্রবাসী কর্মীদের উপার্জিত রেমিট্যান্স বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদনে মূল হাতিয়ার হিসেবে কাজ করে বিবেচনায় দূতাবাস, দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠানো ও বাংলাদেশ সরকারের নতুন উদ্যোগ ‘প্রবাসীদের জন্য পেনশন স্কিম’ এর বিষয়ে উদ্বুদ্ধকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বিভিন্ন ধরনের প্রচারাভিযান ও সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।

উৎসবমুখর পরিবেশে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পালের সঞ্চালনায় দূতাবাস প্রাঙ্গণে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৩ এর অনুষ্ঠানটি শুরু হয়।

আলোচনার শুরুতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল প্রবাসীদের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দূতাবাস ও বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে অবহিত করেন। তিনি প্রবাসী কল্যাণ বোর্ডের কার্যক্রম ও প্রবাসী কল্যাণ বোর্ডের সদস্য অন্তভুক্তির উপকারিতা ও এর ভবিষ্যত গুরুত্বের ওপর বিশেষভাবে বক্তব্য দেন।

দূতাবাসের মিনিস্টার মো. খালেদ ও দ্বিতীয় সচিব রাবেয়া বেগমসহ অনেকেই বক্তব্য দেন। প্রবাসী বক্তারা আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য ও চেতনাকে সামনে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত দ্বীপাক্ষিক সমঝোতা স্মারক অনুযায়ী সম্প্রতি চলমান গ্রিসে বসবাসরত সকল আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশিদের লিগালাইজেশনের বিষয় ও সেই সঙ্গে গ্রিসের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রতি বছর বৈধপথে ৪০০০ শ্রমিক বাংলাদেশ থেকে আসার সুযোগ সৃষ্টির বিষয়টি উপস্থাপন করেন।

এক্ষেত্রে কোনো বাংলাদেশি নাগরিক অতি উৎসাহী হয়ে, কোনোভাবে কোনো দালাল বা প্রতারক দ্বারা প্রতারিত না হওয়ার জন্য এবং বিভ্রান্তিমূলক প্রচারণা ও প্রতারক চক্রের প্ররোচনার বিষয়ে সতর্ক থাকার জন্য দূতাবাসের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয় ও দূতাবাস থেকে নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া হবে মর্মে জানানো হয়।

আলোচনায় বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের প্রবাসীদের জন্য গৃহীত উদ্যোগ সর্বজনীন পেনশনের আওতায় প্রবাসীদের জন্য ‘প্রবাস স্কিম’ বিষয়ে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

গ্রিসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

উপস্থিত সদস্যদের বক্তব্যে, প্রবাসীদের সন্তানদের বাংলাদেশ সরকারের কোটা সুবিধার আওতায় এনে চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে দাবী উপস্থাপন করেন এবং দেশ ও জাতির কল্যাণে সরকারের নানামুখী কার্যক্রমে অংশগ্রহণ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখারও প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদৃঢ় নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স এর তাৎপর্য তুলে ধরে সকলকে বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ করেন।

পাশাপাশি প্রবাসীদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও নিরাপদ করতে সর্বজনীন পেনশনের আওতায় প্রবাসীদের জন্য ‘প্রবাস স্কিম’ এ নাম রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানান। রাষ্ট্রদূত প্রবাসীদের বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্য বিদেশের মাটিতে তুলে ধরার জন্য তাদের প্রশংসা করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

দেশে বৈধপথে রেমিটেন্স পাঠাতে গ্রিস বর্তমানে ১৫তম অবস্থানে রয়েছে এবং সমগ্র ইউরোপের মধ্যে চতুর্থ, বিগত ২০২২-২৩ অর্থবছরে গ্রিস থেকে প্রায় ১৩০ মিলিয়ন ইউএস ডলার রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো হয়েছে, যা বিগত বছরের তুলনায় দেড়গুণ। এছাড়া এবছর প্রায় দশ হাজার আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশি চলমান লিগালাইজেশনের আওতায় গ্রিসে বসবাস এর জন্য রেসিডেন্ট কার্ড পাওয়ার সুযোগ পাচ্ছে, বিধায় গ্রিস থেকে আগামী অর্থ বছরে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]