জাপানে গ্রেটার খুলনা সোসাইটির পিঠা উৎসব

ফখরুল ইসলাম
ফখরুল ইসলাম ফখরুল ইসলাম , জাপান প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫১ পিএম, ২১ নভেম্বর ২০২৩

উৎসবমুখর পরিবেশে জাপানে গ্রেটার খুলনা সোসাইটির পিঠা উৎসব হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশিসহ অন্যান্য দেশের প্রবাসীরা অংশ নেন।

রোববার সংগঠনটির উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশিরা পরিবার নিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উপভোগ করেন।

শীতের নানারকম পিঠাপুলি বাংলাদেশের সাংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশে উৎসব আনন্দের সঙ্গে মিশে আছে রকমারি পিঠার স্বাদ। সুদূর প্রবাসে এসেও দেশীয় ঐতিহ্যের হরেক রকম পিঠার স্বাদ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে প্রবাসীরা।

বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা তৈরি করে নারীরা। জাপানে নতুন ধানের চাল আসলে পিঠা খাওয়ার একটা উৎসব থাকে সে উৎসবের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাকে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার খুলনা সোসাইটির সভাপতি জাকির হোসেন জর্দার। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাফসীর আহমেদ তুহিন, বাদল চাকলাদার, সিরাজুল ইসলাম, লায়জু হাছান আরও অনেকে।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]