কাতারে বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংবিধান দিবস পালিত
কাতারের স্থানীয় সময় শনিবার সকালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় সংবিধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য ও মুক্তিযুদ্ধের সকল শহিদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর জাতীয় সংবিধান দিবস উপলক্ষে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তার বক্তব্যের শুরুতেই জাতির পিতার স্মৃতির পতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে, তার নেতৃত্বে দ্রুততম একটি পরিপূর্ণ সংবিধান রচনার প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করেন।
স্বাধীনতার মাত্র এক বছরের মধ্যে জাতির পিতা দেশকে একটি সুলিখিত পূর্ণাঙ্গ সংবিধান উপহার দেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অভূতপূর্ব উন্নয়ন সাধনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে রোল মডেল হিসেবে দাঁড় করাতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমান সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলকে সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
দেশের সকল নাগরিকের বাংলাদেশের সংবিধানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং তাদের জাতীয় ও ব্যক্তিগত জীবনে তা প্রতিফলিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খাইয়ের উদ্দিন, কাউন্সিলর ও ডেপুটি চিফ অফ মিশন মো. ওয়ালিউর রহমান, কাউন্সিলর মোবাশ্বেরা কাদের, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবির, কাউন্সিলর ভিসা ও পাসপোর্ট মাহাদি হাসান, শ্রম প্রথম সচিব তন্ময় ইসলাম, প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী প্রমুখ।
এমআরএম/জেআইএম