স্পেনসহ ৩ দেশ পেলো বাংলাদেশের আম্রপালির স্বাদ
সরকারের ‘আম কূটনীতির’ অংশ হিসেবে স্পেনসহ তিন দেশের রাষ্ট্র, সরকারপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আম্রপালি আম উপহার পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বাকি দুই দেশ হলো দক্ষিণ-পশ্চিম ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরা এবং মধ্য আফ্রিকার দেশ ইক্যুয়েটরিয়াল গিনি, যা আগে স্পেনের উপনিবেশ ছিল।
মঙ্গল ও বুধবার (১৮-১৯ জুলাই) এই দুদিন বাংলাদেশ দূতাবাস থেকে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রভাবশালী রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের কাছে আম পৌঁছে দেওয়া হয়।
আরও পড়ুন: শরণার্থীদের ভিসা ছাড়া ভ্রমণে স্থগিতাদেশ বাড়ালো আয়ারল্যান্ড
এছাড়া স্পেনের বন্ধুপ্রতীম দেশের রাষ্ট্রদূত, গণমাধ্যম, থিংক ট্যাংক ও সিভিল সোসাইটির অংশীজনকে আম উপহার পাঠানো হয়েছে। একই সময়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বাধীন দেশ অ্যান্ডোরা ও ইক্যুয়েটরিয়াল গিনির রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের কাছে এ উপহার পৌঁছে দেওয়া হয়।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, আমাদের বিশ্বাস এ উপহার স্পেনসহ তিন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সংহতকরণে অনুঘটকের ভূমিকা পালন করবে। পাশাপাশি এর মাধ্যমে অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতির বড় পরিসরে বাংলাদেশ ব্র্যান্ডিং হবে। বহির্বিশ্বে বাংলাদেশের সুস্বাদু ও পুষ্টিকর ফল বিপণন এবং অন্যান্য কৃষিপণ্যের বাজার সৃষ্টিতে সুদূরপ্রসারী অবদান রাখবে।
আরও পড়ুন: নির্মাণকর্মীদের জন্য ভিসা সহজ করছে যুক্তরাজ্য
তিনি আরও বলেন, সম্প্রতি স্পেনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ বহুমাত্রিক সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। এ প্রেক্ষাপটে দূতাবাসের আম বিতরণ উদ্যোগের প্রশংসা করেছেন উপহারগ্রহীতা সবাই।
এছাড়া স্পেনের রানী সোফিয়া বাংলাদেশকে ভালোবাসেন। গত ১৮ মার্চ মাদ্রিদে ডিপ্লোম্যাটিক চ্যারিটি বাজারে বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাণী সোফিয়া। সেদিন তিনি আবেগভরে বলেছিলেন ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।’
জেডএইচ/জেআইএম