দোহায় দূতাবাস কর্মকর্তা মুস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৭ এএম, ০৯ জুলাই ২০২৩

দোহায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি। শুক্রবার (৭ জুলাই) কাতারের রাজধানী দোহা রেডিসন ব্লুয়ের জিওয়ান বলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

তিনি দীর্ঘ পাঁচ বছর দোহায় বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর, মিনিস্টার (শ্রম), চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেন। এছাড়াও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে রয়েছেন। তিনি দোহায় দায়িত্ব শেষে ১৬ জুলাই দেশে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশ কমিউনিটি কাতারের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান ও অর্থ সম্পাদক শাহাদাত হোসেন নাসেরের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ বিন নাজমুল হোসেন।

jagonews24

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সফররত বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য রুস্তম আলী ফরাজী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, উপদেষ্টা এস এম ফরিদুল হক, তাজুল ইসলাম, শফিকুল কাদের, আব্দুল মতিন পাটোয়ারী, সহ-সভাপতি কপিল উদ্দিন, শাহাজাহান সাজু, ইসমাইল মিয়া, জালাল আহমেদ সিআইপি, জসীম উদ্দিন দুলাল, কো-অর্ডিনেটর নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আবুল কাসেম, কাজী হাসান বিল্লাহ, আব্দুল মালেক, ফয়েজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কাজী আশরাফ হোসাইন।

অনুষ্ঠানে কাতারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যমকর্মী ও বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিএ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]