পবন দাস বাউল নিউইয়র্কে গাইবেন ৮ জুলাই

তোফাজ্জল লিটন
তোফাজ্জল লিটন তোফাজ্জল লিটন , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৬ জুলাই ২০২৩

নিউইয়র্কে লোকসংগীত উৎসবে গান গাইতে প্যারিস থেকে এসেছেন পবন দাস বাউল। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার এই উৎসব চলবে শনিবার (৮ জুলাই) দুপুর ১২টা থেকে রাত ১টা পর্যন্ত। ফিরে চল মাটির টানে স্লোগানকে সামনে রেখে এই আয়োজন করেছে ‘বেঙ্গলি ক্লাব ইউএসএ’।

বাউল কালা মিয়াসহ যুক্তরাষ্ট্র বিভিন্ন অঙ্গরাজ্য এবং লন্ডন থেকেও লোকজ শিল্পী আসবেন। থাকবে ধামাইল, পদাবলী কীর্তন, পুঁথি পাঠ, কবিগান, নৃত্যসহ নানা আয়োজন।

লোকজ সংগীত উৎসব সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার (৫ জুলাই) বিকেল বেলা এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এ আয়োজনের আহ্বায়ক দীপক দাসের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন উৎসব উদ্বোধক একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, প্রধান অতিথি শাহ নেওয়াজ এবং সংগঠনের সভাপতি দীনেশচন্দ্র মজুমদার ও প্রধান উপদেষ্টা সিতাংশ গুহ। পবন দাসের স্ত্রী লেখিকা মিমলু সেন। এটি সঞ্চালনা করেন উৎসবের সদস্য সচিব শিবলী ছাদেক।

অনুষ্ঠানে রথীন্দ্রনাথ রায় বলেন, বাংলাদেশে বিভিন্ন সরকারি আয়োজনে লোকজ এবং বাউল আঙ্গিকের গান বাদ দেওয়া হচ্ছে। আমাদের সঠিক শিখরের সন্ধান করতে লোকজ গানের বিশেষভাবে পরিচর্যা প্রয়োজন। তাই এ ধরনের আয়োজন দেশে এবং বিদেশে অগণিত হওয়া দরকার।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পবন দাস বাউল বলেন, ২০০৮ সালে আমেরিকানদের আয়োজনে এসেছিলাম নিউইয়র্ক। এবার এসেছি বাংলাদেশিদের আয়োজনে। আমার প্রাণের মানুষদের এই উৎসবে থাকতে পেরে অসম্ভব ভালো লাগছে।

পবন দাস বলেন, বাউল আর লোকজ গান কোনোদিন হারাবে না কারণ এসব মানুষের নিজের গান। মাটির গান। মানুষ তা হৃদয়ে ধারণ করে রাখবে। এই বিশ্বায়নের যুগে লোকজ গানের সঙ্গে যে কোনো বাদ্যযন্ত্র যদি সুন্দর করে মিলে যেতে পারে তাহলে আমরা আপন করে নেব।

শাহ নেওয়াজ বলেন, লোকজ গান নিয়ে এমন উৎসব নিউইয়র্কে আগে হয়নি। নিউইয়র্কে হবে মাটির মানুষের গান কথাটি শুনেই আমি একাত্মতা ঘোষণা করে বললাম, এই অনুষ্ঠান সফল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করব।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]