বেলজিয়ামে জামায়াত-বিএনপির অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ফারুক আহাম্মেদ মোল্লা
ফারুক আহাম্মেদ মোল্লা ফারুক আহাম্মেদ মোল্লা
প্রকাশিত: ১১:৫২ এএম, ০৪ জুলাই ২০২৩

বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার লক্ষ্যে প্রবাসে বিএনপি, জামায়াত ও দেশ বিরোধীদের বিভিন্ন অপপ্রচার, অপকর্মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাজধানী ব্রাসেলসে বাংলাদেশ কমিউনিটি ও বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে ইউরোপিয়ান কমিশনের সামনে (সুমন চত্বরে) এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, সাংবাদিক, ইইউ জলবায়ু চুক্তির রাষ্ট্রদূত, পোস্টভারসা নামে বহুল পরিচিত মানবাধিকার অধিকার আন্দোলনের সঙ্গে জড়িত ও সাম্প্রদায়িক সংলাপের জন্য বিশ্ব পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বেলজিয়ামের নাগরিক এন্ডি বারমউত, ভিডিওর কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সাংবাদিক বিকাশ চৌধুরী বড়ুয়া, বেলজিয়াম আওয়ামী লীগের সহ-সভাপতি।

হুমায়ুন মাকছুদ (হিমু), বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর চৌধুরী (রতন), এ বি সি বি বেলজিয়াম যুগ্ম সম্পাদক ও গ্লোবাল সলিডারিটি ফর পিস- বেলজিয়ামের সভাপতি, মোর্শেদ মাহমুদ, কমিউনিটি ব্যক্তিত্ব দাউদ খান (সোহেল), বেলজিয়াম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, ফিরোজ আহমেদ বাবুল, ব্যবসায়ী, কাজি রফিক রমুজ অনুষ্ঠানে বক্তব্য দেন।

পরে বাংলাদেশি কমিউনিটি ও বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে ইউরোপিয়ান প্রেস ক্লাব ব্রাসেলসে দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ‘বাংলাদেশের বিস্ময়কর অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার লক্ষ্যে প্রবাসে বিএনপি, জামাত ও দেশ বিরোধীদের বিভিন্ন অপপ্রচার, অপকর্মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

এন্ডি বারমৌথের পরিচালনায় সেমিনারে, ইইউ প্রতিনিধি, ইউরোপীয় সাংবাদিক ও বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আলোচনায় অংশ নেন। বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ইউকের সাংবাদিক ও গবেষক গেরি কার্টরাইট, ইউক্রেনিয়ান নাগরিক ও সমাজকর্মী, এনা ছাফ্রানোভা, কঙ্গোর নাগরিক ও মানবাধিকার কর্মী আয়েশা হজ্জা, কানাডা থেকে আগত পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক, ড. বেলাল।

সেমিনারে দেশের উন্নয়নমূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ধারণকৃত ভিডিওর বক্তব্য শোনানো হয়। বক্তারা, বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নের তুলনামূলক বিভিন্ন চিত্র তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সেক্টরের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্রী শেখ হাসিনা ও তার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

পরে ইউরোপীয়ান কাউন্সিলে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে স্মারকলিপি দেওয়া হয়। উভয় অনুষ্ঠানে, তার্কিশ, ইউকে, ফ্রান্স, স্প্যানিশ, আলজেরিয়ান, তিউনিসিয়ান, মরোক্কান, নাইজেরিয়ান, সেনেগালিজ, ক্যামেরুনিয়ান ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার, সমাজ কর্মী, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক এবং শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]