মালদ্বীপে বাংলা নববর্ষ উদযাপন
‘আনন্দধারা বইছে ভুবনে’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের উদ্যোগে দেশটির হুলোমালের সমুদ্রের পাড়ে বাংলা নববর্ষ বরণ আয়োজনে মেতে ওঠে পরবাসীরা। প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতি প্রাণবন্ত করে করে তোলে আজকের এই আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ। এছাড়াও কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ, তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, মালদ্বাপের চিকিৎসক ডা. মোক্তার আলী লস্কর, ডা. আসিফ, ডা. আশরার, ডা. হুরিয়া, ডা. সুজন, ডা. রিমি, ডা. সাইফ, ডা. ফাহাদ, ব্যবসায়ী হাদিউল ইসলাম, আলতাফ হোসেন, সাদেক ও হাই কমিশনের কর্মচারীসহ সাংবাদিকরা অংশ নেন।
ঘরে তৈরি পিঠা ও দেশীয় খাবার পরিবেশন বাড়তি আনন্দ নিয়ে আসে। অনুষ্ঠানে আগতরা জানান, সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠানের বাইরেও বাংলাদেশি এমন উৎসবের আয়োজনে দেশের আমেজ পাওয়া যায়। প্রবাসী বাঙালিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রজন্ম ও স্থানীয়দের মাঝে বাঙ্গালী সংস্কৃতি তুলে ধরতে এই ধরনের আয়োজন বিশেষ ভূমিকা পালন করবে।
এমআরএম/এমএস