দক্ষিণ কোরিয়ায় অনিয়মিত অভিবাসী আটকের নির্দেশ

রাশিদুল ইসলাম জুয়েল
রাশিদুল ইসলাম জুয়েল রাশিদুল ইসলাম জুয়েল , সিঙ্গাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০১ মার্চ ২০২৩
ছবি- সংগৃহীত

অনিয়মিত অভিবাসী আটকের নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। আগামী দুই মাস অর্থাৎ ২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সরকার যৌথভাবে অনিয়মিত অভিবাসী আটকের নির্দেশ জারি করেছে।

সরকারি নির্দেশ অনুযায়ী বিচার মন্ত্রণালয়, ন্যাশনাল পুলিশ এজেন্সি, কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়, ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এবং কোরিয়া কোস্ট গার্ডসহ ৫টি মন্ত্রণালয় একসঙ্গে অভিবাসী আটকে একযোগে কাজ করবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে অনিয়মিত অভিবাসীরা ফেরত না যাওয়ায় সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২২ সালের ৭ নভেম্বর থেকে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। তখন সরকার ঘোষণা দিয়েছিল ওই সময়ের মধ্যে যে অনিয়মিত অভিবাসীরা দেশে ফিরতে চায় তাদের কোনো জরিমানা দিতে হবে না।

জানা গেছে, কোরিয়ায় বছরে চারবার অনিয়মিত অভিবাসীর বিরুদ্ধে সরকার অভিযান পরিচালনা করবে। বিদেশিরা যে এলাকায় বেশি কাজ করে সেখানে পরিদর্শন ও টহল পরিচালনা করবে। এই যৌথ অভিযান চলাকালীন যদি মালিক যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তথ্য দিতে অস্বীকার করে এবং অনুসন্ধানে অবৈধ অভিবাসী ধরা পরে তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]