মার্কিন সরকারের সম্মাননায় ভূষিত হলেন জার্মানি প্রবাসী ইউনুস

হাবিবুল্লাহ আল বাহার
হাবিবুল্লাহ আল বাহার হাবিবুল্লাহ আল বাহার জার্মানি থেকে
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২

মার্কিন সেনা পরিবারে চল্লিশ বছর সাফল্যমণ্ডিত পেশাগত জীবনের স্বীকৃতি হিসেবে সম্মাননা পদক পেয়েছেন জার্মানির ভিজবাডেন নগরীতে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে কর্মরত সমাজসেবী ও রাজনীতিবিদ ইউনুস আলী খান।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউনুস খান শুক্রবার সম্মাননা সনদ এবং পদক গ্রহণ করে আবেগঘন বক্তব্যে বলেন, ১৯৮০ সালের ১৬ ডিসেম্বর এখানে চাকরিতে যোগদানের মাধ্যমে আমি মার্কিন সেনা পরিবারের অন্তর্ভুক্ত হই, যেটার স্বীকৃতি আমি এর আগেও কয়েক দফা পেয়েছি, তবে এবারের চল্লিশ বছর পূর্তির সম্মাননা অবশ্যই সবচেয়ে বড়মাপের প্রাপ্তি।

এমনকি সনদে লেখা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরে চল্লিশ বছর দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। তাই এমন সম্মান দেওয়ার জন্য আমি মার্কিন সেনা পরিবারের সব সদস্য ও কর্মকর্তা-কর্মচারী এবং নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

শনিবার আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা সনদ ও পদক তুলে দেন ভিজবাডেনস্থ মার্কিন সেনা ঘাঁটির কমান্ডার কর্নেল মেফিল্ড, কমান্ডিং সার্জন মেজর রাসেল এবং ডেপুটি ডাইরেক্টর জোন্স।

সনদ ও পদক বিতরণ শেষে অতিথিরা ৪০ বছর ধরে কর্মরত কর্মকর্তা চার্লসেটা জ্যাক্সন, আনে কাফেনব্যার্গার, পেট্রা এবং ইউনুস খানকে নিয়ে একযোগে বিশাল আকৃতির কেক কাটেন, যার ওপরে মার্কিন সেনাবাহিনীর প্রতীক খচিত ছিল।

অনুষ্ঠানে মার্কিন সেনা ঘাঁটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সেনা সদস্য, কর্মচারী এবং তাদের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]