লেবাননে বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল দিবস উদযাপন

বাবু সাহা
বাবু সাহা বাবু সাহা
প্রকাশিত: ০৯:০৫ এএম, ১৯ অক্টোবর ২০২২

লেবাননে যথাযথ মর্যাদায় বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপিত করা হয়েছে।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভায় রাষ্ট্রদূত মেজর মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. বাকি বিল্লাহ।

লেবাননে বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল দিবস উদযাপন

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি। এ সময় শেখ রাসেলের জীবনের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

লেবাননে বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল দিবস উদযাপন

রাষ্ট্রদূত শেখ রাসেলের জীবনের ওপর আলোচনা করে বলেন, শেখ রাসেল যদি বেঁচে থাকতেন, তাহলে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিভূ হয়ে সোনার বাংলার অসমাপ্ত কর্ম সম্পাদনে অমিত সাহস আর বিশ্বাসে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতেন। এ সময় তিনি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতারাও আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]