কাতারে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শোক দিবস পালন

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি কাতার
প্রকাশিত: ০৮:৪২ এএম, ৩১ আগস্ট ২০২২

জাতীয় শোক দিবস উপলক্ষে কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনে।

মঙ্গলবার (৩০ আগস্ট) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহার ওল্ড গানম ম্যাজিস্ট্রেট হোটেলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এম সাইফুল আলম সভাপতিত্বে ও খাইরুল আলম সাগরের পরিচালনায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

jagonews24

সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহবুবর রহমান চৌধুরী বাবু, আনোয়ার হোসেন আকন, সফিকুল ইসলাম তালুকদার বাবু, নুরুল আলম, সফিকুল ইসলাম প্রধান, বোরহান উদ্দিন মোল্লা, নুর মোহাম্মদ, আতিকুল মাওলা মিঠু, বাবুল আহমেদ পাটোয়ারী, এম এ সালাম, তামিম রায়হান, আজিজুল হকসহ আরও অনেকে। সভায় আরও উপস্থিত ছিলেন, মাহবুব আলম, পাভেল রহমান চৌধুরী, সুলেমান গনী প্রমুখ।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন এস কে সফিক।

এমআইএইচএস/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]