লেবাননে জাতীয় শোক দিবস পালন
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর পরিবেশের মধ্য দিয়ে বৈরুতের বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কুরআন তেলওয়াত, তথ্যচিত্র প্রদর্শন, বাণী পাঠ ও আলোচনা সভা। দিবসটির শুরুতেই সকালে রাষ্ট্রদূত দূতাবাস প্রাঙ্গণে সকল কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
বিকেলে দূতাবাসের হলরুমে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর আবদুল্লাহ আল মামুন।
আলোচনা অনুষ্ঠান শুরুর পূর্বে দূতাবাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। পরে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতারা।
এরপর বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। এছাড়া বঙ্গবন্ধুর জীবনের ওপর নির্মিত বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর পরিবারের সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তার দীর্ঘ সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ ও বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনে অবদানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছেন, দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। তার জীবন উৎসর্গ করেছেন সাধারণ মানুষের কল্যাণে। রাষ্ট্রদূত প্রবাসীদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লেবানন আওয়ামী লীগের নেতারা।
এমআরএম/এমএস