চলতি বছর মালদ্বীপে এসেছেন ৯ লাখ পর্যটক
চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত নয় লাখেরও বেশি পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছেন। গত বছর একই সময়ের মধ্যে সাড়ে পাঁচ লাখের বেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করেছিলেন। শুক্রবার (২২ জুলাই) মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, গত ২০ জুলাই পর্যন্ত ৯ লাখ ৮০৮ পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছেন। যা গত বছরের এ সময়ের তুলনায় ৫৭.৫ শতাংশ বেশি। গত বছর মোট ১৩ লাখ ২১ হাজার ৯৩২ পর্যটক দেশটিতে ভ্রমণ করেন, যার মধ্যে ২০ জুলাই পর্যন্ত পর্যটকের সংখ্যা ছিল ৫ লাখ ৭২ হাজার ১২৩ জন।
এ বছর ভারত থেকে সব থেকে বেশি পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছেন ৷ মোট পর্যটকদের ১৪.৭ শতাংশই এবার ভারতীয়৷ দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য যেখান থেকে ১১.৬ শতাংশ পর্যটক এসেছেন। ১০.৫ শতাংশ পর্যটক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া।
মালদ্বীপে পর্যটকদের জন্য বর্তমানে রিসোর্ট, হোটেল, গেস্টহাউজ ও সাফারি ভেসেলসহ ১ হাজার ১৬৭টি আবাসিক প্রতিষ্ঠান রয়েছে। এগুলো মোট শয্যাসংখ্যা ৫৭ হাজার ৪৮৪টি। দেশটিতে একজন পর্যটক গড়ে ৮.১ দিন করে অবস্থান করেন।
এসএএইচ/এএসএম