বেলজিয়ামে প্রবাসীদের ঈদ উদযাপন

ফারুক আহাম্মেদ মোল্লা
ফারুক আহাম্মেদ মোল্লা ফারুক আহাম্মেদ মোল্লা
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৯ জুলাই ২০২২

বেলজিয়ামে যথাযথ মর্যাদা ও উৎসাহর মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। শনিবার রাজধানী ব্রাসেলসের ইসলামিক কালচারাল সেন্টার মসজিদে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এসব জামাতে দেশটিতে বসবাসরত ধর্মপ্রাণ মুসলিমরা অংশ নেন। ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহ ও স্বদেশের সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী মুসল্লিরা।

সকাল থেকেই মুসুল্লিদের আগমনে মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। রাস্তায় অবস্থান নিয়ে পরবর্তী জামাতের জন্য অপেক্ষা করতে থাকেন মুসল্লিরা। সাধারণত ফজরের নামাজের পর থেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ। এ মসজিদে বেশির ভাগ মুসল্লি ছিলেন বাংলাদেশি,মরোক্কান, আফ্রিকান, পাকিস্তানি। পরে আল্লাহর নৈকট্য লাভের আশায় যার যার সামর্থ অনুযারী সরকার নির্ধারিত স্থানে পশু কোরবানি করেন।

বেলজিয়ামে প্রবাসীদের ঈদ উদযাপন

এদিকে বাংলাদেশ কমিউনিটির নেতারা ঈদের শুভেচ্ছা জানিয়ে ভ্রার্তৃত্বের বন্ধন দৃঢ় করার পাশাপাশি প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।

এমআইএইচ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]