পদ্মা সেতুর উদ্বোধন: জাপানে বাংলাদেশ দূতাবাসে বিশেষ অনুষ্ঠান

ফখরুল ইসলাম
ফখরুল ইসলাম ফখরুল ইসলাম , জাপান প্রতিনিধি জাপান
প্রকাশিত: ১১:৩২ এএম, ২৬ জুন ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জাপানে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠান

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জাপানের রাজধানী টোকিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৫ জুন) দূতাবাসের বঙ্গবন্ধু হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাপানে বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা আনন্দঘন এ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পদ্মা সেতুকে নিয়ে নির্মিত বিশেষ ভিডিওচিত্র দেখানো হয়। স্বাগত বক্তব্য দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ়তা ও একক প্রচেষ্টায় পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। নিজস্ব অর্থায়নে নির্মাণ করা এ পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতার প্রমাণ। এর মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

Japan-2.jpg

অনুষ্ঠানে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রাষ্ট্রপতির দেওয়া বাণী পাঠ করে শোনান দূতাবাসের ইকোনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান শেখ ফরিদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বড় পর্দায় পদ্মা সেতুর সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। উদ্বোধন ঘোষণার পর পদ্মা সেতুর থিম সং দেখানো হয়।

এসএএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]