লেবাননে বৈরুত দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

বাবু সাহা
বাবু সাহা বাবু সাহা
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৬ মার্চ ২০২২

লেবাননে বৈরুত দূতাবাসে শনিবার (২৬ শে মার্চ) যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন।

সভার শুরুতে কোরান তেলওয়াত ও পরে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।

আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে স্মরণ করে বলেন, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ও একটি লাল সবুজের পতাকা।জাতির পিতা বঙ্গবন্ধুর সঠিক দিকনির্দেশনার মাধ্যমেই বীর বাাঙালি জাতি যুদ্ধে জয়লাভ করে। তিনি সবাইকে বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

লেবাননে বৈরুত দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তার জ্ন্য ভারতসহ অন্যান্য বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পেরও ভূঁয়সী প্রশংসা করেন।

এছাড়াও অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এ সময় দূতাবাসের সব কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]