অভিবাসনের দাবিতে গ্রিসে আন্দোলন

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না মতিউর রহমান মুন্না , গ্রিস প্রতিনিধি গ্রিস থেকে
প্রকাশিত: ১১:৫৫ এএম, ২০ মার্চ ২০২২

 

প্রাচীন সভ্যতার দেশ গ্রিসে অভিবাসী আইন দিন দিন কঠোর হচ্ছে। প্রতিদিনই অনিয়মিতদের ধরপাকড় চলছে। তাদের নিজ দেশে ফেরত পাঠাতেও নানা পদক্ষেপ নিচ্ছে সরকার।

অভিবাসীদের ফেরত পাঠানো কার্যক্রম বন্ধ করার দাবিসহ বিভিন্ন যৌক্তিক অধিকার আদায়ে আন্দোলনে নেমেছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীরা।

Grce-1.jpg

জানা গেছে, গ্রিসে বসবাস করেন প্রায় ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি। গ্রিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী অনুমতি নিয়ে দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। এর বাইরে অনেকে রয়েছেন যাদের বসবাসের অনুমতি নেই বা আশ্রয় আবেদন বাতিল হয়েছে। কিন্তু তাদের ফেরত পাঠাতে নানা পদক্ষেপ নিচ্ছে গ্রিক সরকার।

দেশটিতে বসবাসরত শ্রমিকরা গ্রিস ও বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। এমনকি করোনা মহামারির মধ্যেও তারা কঠোর পরিশ্রম করে গ্রিসের কৃষি, রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতে অবদান রাখছেন। কিন্তু ১৯ জনকে ফেরত পাঠানোর ঘটনায় ও নতুন করে ধরপাকড় শুরু করায় আতঙ্ক বিরাজ করছে অনিয়মিত বাংলাদেশিদের মাঝে।

Grce-1.jpg

শনিবার বিকেলে বিভিন্ন দেশের অভিবাসীরা আন্দোলন কর্মসূচি পালন করেন। অহেতুক হয়রানি, গ্রেফতার করে নিজ দেশে পাঠানোর পক্রিয়া বন্ধ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন অভিবাসীরা।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বিভিন্ন দেশি অভিবাসীদের মাঝে বাংলাদেশি আন্দোলনকারীও ছিলেন উল্লেখযোগ্য। প্রবাসী অধিকার পরিষদ গ্রিস ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসসহ বিভিন্ন সংগঠন নেয় আন্দোলনে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]