দক্ষিণ কোরিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

অসীম বিকাশ বড়ুয়া অসীম বিকাশ বড়ুয়া , দক্ষিণ কোরিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৯ মার্চ ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটছেন রাষ্ট্রদূত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে দিবসটি উদযাপন হয়।

এদিন সকালে রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রদূত দূতাবাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

দক্ষিণ কোরিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

এ সময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে জাতির পিতার জীবনীর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরে আলোচনা অনুষ্ঠানে আলোচকরা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন।

দক্ষিণ কোরিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ রাষ্ট্রদূতের

রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা ও মানুষের আর্থসামাজিক মুক্তিতে বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার গৌরবময় জীবনের ওপর আলোকপাত করেন ও তার জীবনাদর্শ থেকে সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানান।

শিশুদের জাতির ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে তাদের সুন্দর মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহিত করেন রাষ্ট্রদূত।

সিউল বাংলাদেশ দূতাবাস জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। রাষ্ট্রদূত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও উৎফুল্ল শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন। শেষে শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

একেআর/এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]