দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক খুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২

দক্ষিণ আফ্রিকায় মনির হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। তিনি মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের পলান মিয়ার ছেলে।

দীর্ঘদিন ধরে তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে রড-সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর ব্যবসা করতেন। শুক্রবার বিকেলে মনিরের ছোট ভাই আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আশিক জানান, মনির হোসেন ও তার মেঝো ভাই ইমদাদুল হক প্রায় ১০ বছর আগে সাউথ আফ্রিকায় যান। সেখানে তারা ব্যবসা শুরু করেন। গত ১৪ ফেব্রুয়ারি রাত আটটার দিকে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত মনিরের ব্যবসাপ্রতিষ্ঠানে হানা দেয়।

এসময় মনির বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। বাংলাদেশে মনিরের স্ত্রী ও স্কুল পড়ুয়া দুই কন্যা সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মনিরের স্ত্রী শিল্পী আক্তার বলেন, আগামী রোববার মনিরের মরদেহ বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এসএম এরশাদ/এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com