মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। রোববার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় দূতাবাসের হলরুমে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় অনুষ্ঠান পরিচালনা করেন ডা. জেবা উন নাহার। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী ও সিআইপি সোহেল রানা, শিক্ষক সাইফুল ইসলাম, চিকিৎসক ডা. মুক্তার আলী ও আহমেদ মোত্তাকি।
বিদায়ী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতা, সরকারের পক্ষ থেকে প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়সহ এখানে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে দিয়েছি।
তিনি বলেন, প্রবাসীদের ন্যায্য দাবিগুলো এই দেশের সরকারের কাছে তুলে ধরাসহ বিভিন্ন সমস্যার সমাধান ও দুই দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক জোরদার করার লক্ষ্য দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আগামী দিনগুলোতে বাংলাদেশিরা এর সুফল ভোগ করতে পারবেন।
বক্তারা বিদায়ী রাষ্ট্রদূত মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যেসব পদক্ষেপ নিয়েছে তা উপস্থিত সবার সামনে তুলে ধরেন। একই সঙ্গে, মালদ্বীপ প্রবাসীদের প্রাণের দাবি বাংলাদেশিদের জন্য ভিসা শিগগিরই চালু হবে বলে আশা প্রকাশ করেন।
মালদ্বীপ ও বাংলাদেশ ২২ সেপ্টেম্বর ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। মালদ্বীপে বাংলাদেশের ৮ম রাষ্ট্রদূত হিসেবে মোহাম্মদ নাজমুল হাসান গত ১৭ মার্চ ২০২০ এ দায়িত্ব গ্রহণ করেন।
এসময় রাষ্ট্রদূত প্রবাসীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি হাতে নেন। তার সময়কালে মালদ্বীপের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বাংলাদেশ সফর করেন। গত বছরের ডিসেম্বর মাসে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে দেশটিতে আসেন।
এমআরএম/এএসএম