সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণীর মরদেহ উদ্ধার
অস্ট্রেলিয়ার সিডনির নর্থ প্যারামাটা এলাকা থেকে আনিমা হায়াৎ অ্যানি (১৯) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অ্যানি চিকিৎসাবিজ্ঞানের ছাত্রী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৪টায় প্যারামাটার পেনান্ট হিলস রোডের একটি অ্যাপার্টমেন্টে এসিডভর্তি বাথটাবে শায়িত অবস্থায় পাওয়া যায় অ্যানিকে।
সিডনিতে বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বার হ্যামডেন রোড়ের বাসিন্দা আবু হায়াৎ ও আফ্রাহ রুমা দম্পতির মেয়ে অ্যানি। আবু হায়াতের দেশের বাড়ি মুন্সিগঞ্জে।
মিরাজ জাফর (২১) নামে এক পাকিস্তানি তরুণের সঙ্গে একবছর ধরে অ্যানি বসবাস করে আসছিলেন বলে জানা গেছে। ঘটনার পর জাফর পালিয়ে যান। পরে নিজেই পুলিশের কাছে ধরা দেন।
তবে সঠিকভাবে জানা যায়নি তারা বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন কিনা। এর আগে তারা গ্রিনএকর ও ওয়ালি পার্কেও বসবাস করেছেন। মরদেহের ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
স্থানীয় পুলিশ সুপার জুলি বুন ওই তরুণের সঙ্গে অ্যানির সম্পর্কের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বিএ/এএসএম