সিডনিতে বিজয় দিবস উদযাপন
বাঙালির বিজয়ের একটি দিন ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বীরের আত্মত্যাগ ও দুই লাখের বেশি মা-বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে উদিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা শত বাধা পেরিয়ে এখন ৫০ বছরে।
অনুষ্ঠানে দিলারা জাহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবধারা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ। সংগঠনের সকল সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রথমে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। দেশাত্ববোধক গান করেন শিল্পী মারিয়া মোস্তাইন মুন এবং কবিতা আবৃত্তি করেন নুসরাত জাহান স্মৃতি। বিজয়ের উদযাপনে লাল সবুজের কেক কাটা হয়। ডিনারের পর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা করেন।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষে সিডনিতে নানা সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এখনো উৎসবের আমেজ বিরাজ করছে সর্বত্র।
এমআরএম/জেআইএম