নান্দনিক জুরিখে একদিন

ওমর ফারুক হিমেল
ওমর ফারুক হিমেল ওমর ফারুক হিমেল সুইজারল্যান্ডের জুরিখ থেকে
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০৪ ডিসেম্বর ২০২১

মাসখানেক ধরেই ভাবছি, ডেনমার্ক বা সুইজারল্যান্ড যাবো। ব্যস্তময় জীবনে সময়ের অবসর নেই। হঠাৎ সিদ্ধান্তে ব্রেমেন থেকে স্থানীয় সময় বুধবার রাত নয়টায় রওনা হলাম জুরিখের উদ্দেশ্যে। তবে যাওয়ার কথা ছিল সুইসের সম্মেলেনের শহর জেনেভায়। কিন্তু অবশেষে প্রেম, প্রীতি নীলিমার শহরটিকে বেছে নিলাম।

এই ভ্রমণে সুইজারল্যান্ডের স্থানীয় সময় সকাল ৭টায় সুইস সীমান্তে প্রবেশ করলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে, ট্রেনে যাওয়ার সময় সুইজারল্যান্ডের সীমান্তে কোনো কিছু যাছাই করেনি সুইস পুলিশ বা ইমিগ্রেশন। আমি পাসপোর্ট, রেসিডেন্স কার্ড, ইইউ করোনা সার্টিফিকেট সঙ্গে রেখেছি। কিন্তু কোনো কিছুই দেখাতে হইনি। সঙ্গে আমার ভ্রমণ সারথি আসাদ আলী জিকুরও।

আমাদের ট্রেন ছুটে চলছে বর্ণময়, প্রচ্ছদ সাজানো চোখজোড়ানো, সৌন্দর্যের আঁধার জুরিখের দিকে। ব্লুমবার্গের মতে, পৃথিবীর চতুর্থ ব্যয়বহুল শহর সুইজারল্যান্ডের জুরিখে প্রবেশ করেই কেমন জানি একটি অন্যরকম অনুভূতি খুঁজে পাই। আমার হৃদয়ের মণিকোঠায় সুন্দর এই দেশটি দেখার খুব শখ ছিল। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সৌন্দর্যময় হৃদয়গ্রাহী দেশ সুইজারল্যান্ড।

jagonews24

সত্যিই সুইসের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ইউরোপ তথা পৃথিবীর অন্য দেশগুলোকে হার মানায়। দেশটির প্রতি কোনায় কোনায়, পরতে পরতে খুদাই করা সৌন্দর্য, সৃষ্টিকর্তা নিজ হাতে রং-তুলিতে সাজিয়েছেন সৌন্দর্যের প্রাণময় দেশটিকে।

সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে উন্নতমানের ট্রেন, ট্রাম, বাস এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। এমনকি এই দেশের প্রধান প্রধান শহর থেকে ইউরোপের অন্য দেশগুলোর সঙ্গেও যোগাযোগ সহজতর।

jagonews24

সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের হৃদপিন্ড। সুইজারল্যান্ডের উত্তরে জার্মানি, দক্ষিণে ইতালি, পূর্বে অস্ট্রিয়া, পশ্চিমে ফ্রান্স উত্তর-পশ্চিমে লন্ডন, দক্ষিণ-পশ্চিমে স্পেনের বার্সেলোনা শহর অবস্থিত। অনেকের সঙ্গে কথা বলে ও গুগল দেখে বুঝলাম সুইজারল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপ ভ্রমণ খুব সহজ। আমরা সারাদিন ঘোরার জন্য ট্রেন স্টেশন থেকে টিকিট কেটে নিলাম।

সুইসের ট্রান্সপোর্ট সার্ভিস উইমেনের পরামর্শে প্রথমে রওনা দিলাম টপ অব জুরিখে। টপ অব জুরিখ থেকে জুরিখকে মনে হয়, আকাশ, পাহাড়, মেঘ, হ্রদ, হিমবাহ, হালকা তুষারপাত মিলে অনন্য এক মিতালী জুরিখ। এই দৃশ্য যে কারও মনের কন্দরে পুলকিত শিহরণ জাগাবে। এরপরে এস বানে করে ছুটে গেলাম জুরিখ লেকে। জুরিখ লেকের তীরে সাজানো গোছানো, চক্ষুশীতলকারী ছোট ছোট তিন, চার তলার বাড়ি।

এত সুন্দর, এত অপরূপ, যেন সুন্দরে সুন্দরে প্রতিযোগিতা। জুরিখ রেলস্টেশন দেখে মনে হয়েছে যেন আন্তর্জাতিক মানের নন্দিত বিমানবন্দর। যেখানে একই সঙ্গে শতাধিক ট্রেন ইউরোপের নানা গন্তব্যর দিকে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। চারতলা বিশিষ্ট এই রেলস্টেশন দেখে যে কেউ মুগ্ধ হবেন। যেমনটি বলছিলাম জুরিখ থেকেও দু’এক ঘণ্টার মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে পৌঁছানো সম্ভব।

jagonews24

আত্তি আনন্দে সারাদিন জুরিখের নানা জায়গা ঘুরে ছুটে গেলাম বাংলাদেশি বংশোদ্ভুত বাকী উল্লা খান ভাইয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানে। মুঠোফোনে অনেকবার কথা বলেছিলাম বাকী ভাই ও সুইস পার্লামেন্টে বিশেষ অধিবেশনের জন্য নির্বাচিত হওয়া সুলতানা খান আপার সঙ্গে। আমি জুরিখে আছি, সেটা শুনে আপা বলে রাখলেন সারাদিন ঘুরে যেন তাদের আমদাম শপে খেতে যায়।

আপার কথা রাখতে সেখানে আমদামে যাওয়া। সেখানে দেশি খাবার খেয়ে আড্ডা দিতে দিতে সুলতানা খান আপা গত নারী বিশেষ অধিবেশনে নারীদের অধিকার নিয়ে সুইস পার্লামেন্টের বক্তব্য দেওয়ার কথা তুললেন। এক নিমিষেই সুইসের করোনা পরিস্থিতি, রাজনীতির পটচিত্র বর্ণনা করলেন, সত্য বলতে আমদাম শপের পাশে অস্থায়ী শহীদ মিনার, বাংলাদেশের পতাকা যে কাউকে প্রভাবিত করবে।

বাকী উল্লা খান ও সুলতানা খান দম্পতি জুরিখে গড়ে তুলেছেন দেশপ্রেমের সমুজ্জ্বল নমুনা। সুলতানা খানের ইচ্ছা সুইজারল্যান্ডে একটি স্থায়ী শহিদ মিনার নির্মাণ করা। সেদিন রাতেই জার্মানির উদ্দেশ্য ট্রেনে রওনা হবো। স্টেশনে গিয়ে আমি আর জিকু ভাই একটি কফিশপে গেলাম, কফি চুমুকের উদ্দেশ্যই।

কফি কিনে সুইস ফ্রাংক দিতে গেলে দোকানি বললেন, কফির মূল্য দিতে হবে না, বিস্ময়ে তাকিয়ে রইলাম কেন; আমরা মূল্য দিয়েই কফি খেতে চায়। দোকানি বললেন আমি মালিক আমি তোমাদের কফি খাওয়াতে চায়, কফির মূল্য দিতে হবে না। দোকানি কথা প্রসঙ্গে বললেন আপনাদের দেশ কোথায়, আমরা বললাম বাংলাদেশ।

jagonews24

এরপর তিনি খুললেন এক পরিশ্রমী বাংলাদেশির গল্পের ঝাঁপি, অনর্গল বললেন এককালে তার বাংলাদেশি সহকর্মী মামুনের কথা। কফির চুমুকেই চিন্তা করলাম, ভিনদেশি দোকানীর হৃদয়ে যে জায়গা করে নিলেন বাংলাদেশি অচেনা মামুন। দোকানির কথা মনে হয়েছে মামুন যেন নিষ্ঠাবান, পরিশ্রমী মানুষের প্রতীক।

এটাই আমাকে অনেকটা বিস্মিত করেছে। অচেনা মামুন যেন ভেনিজুয়েলার এই নারীর কাছে পুরো বাংলাদেশ। এদিকে সুলতানা আপা ও বাকী উলাহ ভাইয়ের আপ্যায়ন, অন্যদিকে ভেনিজুয়েলার বংশোদ্ভূত সুইস ব্যবসায়ীর কফি অ্যাপায়ন।জুরিখ সফরকে করেছে স্মৃতিময়। নান্দনিক জুরিখের রূপ রস পরখ করে কফির চুমুকে চুমুকে ট্রেনের অপেক্ষায়, গন্তব্য জার্মানি।

মনোমুগ্ধকর দৃশ্য ও নৈসর্গিক সাজানো বৈশ্বিক ল্যান্ড সুইজারল্যান্ডের এই ভ্রমণ তুষার মুকুট পরিহিত জুরিখ, ঝিলমিল রাস্তা রূপকথার ছন্দময় দেশ, কল্পনার চেয়ে সুন্দর, মুগ্ধকর, মুগ্ধময়, মুক্তাখচিত দেশ, ছবির প্রচ্ছদের চেয়ে ঝলকানো, প্রাণজোড়ানো, চোখধাঁধানো দেশটি সত্যিই আমায় মোহিত করেছে। হৃদয়ে দারুণ আসন গেড়েছে। T.S Eliot এর কবিতার লাইনের মতো বলছি,

‘‘I have measured out my life with coffee spoon’’.

লেখক: সাংবাদিক

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]