মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের দ্রুত দেশে পাঠানো হবে
মালয়েশিয়ায় কুয়ালালামপুর বুকিত জলিল ইমিগ্রেশন ক্যাম্পে বন্দি বাংলাদেশিদের শিগগিরই দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।
স্থানীয় সময় বুধবার (১০ নভেম্বর) দুপুরে ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এসময় তিনি বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং বন্দিদের ফেরত পাঠানোর বিষয়ে ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন হাইকমিশনের কল্যাণ সহকারী মো. মুকছেদ আলী ও লোকমান হোসেন।
ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বন্দিদের অনেকের ট্রাভেল পাস ও বিমান ভাড়া বাবদ অর্থ সহায়তা প্রয়োজন।
হাইকমিশনের পক্ষে বন্দিদের সব রকমের সহায়তা করা হবে জানিয়ে তাদের দ্রুত বাংলাদেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শ্রম কাউন্সিলর।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ হাইকমিশনের অনুরোধে সাড়া দিয়ে ক্যাম্প পরিদর্শনে সহায়তা করায় ক্যাম্প কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
হাইকমিশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার আইন-অনুযায়ী পাসপোর্ট-ভিসা না থাকা, পাসপোর্ট-ভিসার মেয়াদ শেষ হওয়া এবং সাগর বা স্থলপথে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশটির পুলিশ গ্রেফতার করে। পরে বিচার ও সাজা শেষে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য রাখা হয় বুকিত জলিল ক্যাম্পে।
এরপর হাইকমিশন থেকে অস্থায়ী ট্রাভেল পাস ইস্যু করে পাঠানো হয় বাংলাদেশে। এক্ষেত্রে নিজস্ব বিমান ভাড়ায় ফিরতে হয় দেশে।
এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন কী পদক্ষেপ নিয়েছে- জানতে চাইলে সংশ্লিষ্টরা বলেন, বন্দি শিবিরে যারা আছেন তাদের দ্রুত দেশে পাঠানোর সবরকম ব্যবস্থা হয়েছে। যাদের কেউ নেই অথবা টিকিটের ব্যবস্থা হচ্ছে না, তাদের দূতাবাসের পাশাপাশি জনহিতৈষী কাজে নিয়োজিতদের সহযোগিতায় বিমানের টিকিট দিয়ে দেশে পাঠানো হয়।
বাংলাদেশি কমিউনিটি ও প্রবাসী পরিবারগুলোর দাবি, সরকারিভাবে বিমানের টিকিটের ব্যবস্থা হলে ভোগান্তি অনেক কমবে।
এমকেআর/এএসএম