পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার

ফিরোজ আহম্মেদ বিপুল
ফিরোজ আহম্মেদ বিপুল ফিরোজ আহম্মেদ বিপুল
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৮ নভেম্বর ২০২১

পূর্ব লন্ডনের ব্রমলি বাই বো এলাকা থেকে মোহাম্মদ আকিল মেহেদী নামে এক ব্রিটিশ বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল পৌনে ৯টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, ২২ বছর বয়সী মোহাম্মদ আকিল মেহেদী কুরআনে হাফেজে। সম্প্রতি তিনি মিশর থেকে কুরাআনে হিফজ শেষ করে লন্ডনে ফেরেন।

বিজ্ঞাপন

তার একজন ওস্তাদ জানিয়েছেন, আকিল মেহেদী গত রমজানে ফিন্সবারি এলাকার একটি মসজিদে তারাবিহ-এর নামাজ পড়ান। অত্যন্ত সুরেলা গলা ছিল তার।

তার পরিবার উত্তর-লন্ডনের ফিনচলে এলাকায় থাকে। তার মা একজন কোরআনের শিক্ষক ছিলেন। হাফেজ আকিল তার বোনের সঙ্গে পূর্ব লন্ডনের অল্ডগেইটে থাকতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইএ/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com