নিউইয়র্কে ‘লালন সন্ধ্যা’
সাঁইজির ১৩১তম তিরোধান দিবস উপলক্ষে ‘লালন সন্ধ্যা’ আয়োজন করা হয়েছে। সাধুসঙ্গ লালনের বাণী ও গান নিয়ে কুষ্টিয়ার ‘ফ্রেন্ড সোসাইটি নিউইয়র্ক’ এর আয়োজন করে।
রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জামাইকার স্টার কাবাবে এ অনুষ্ঠান থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর একের পর এক হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।
লালন শিল্পী মেলাল শাহ্ এ অনুষ্ঠানের পরিকল্পনা এবং পরিচালনা করেন। তার গানে মুগ্ধ হন অনুষ্ঠানে আমন্ত্রিত ভক্তরা।
ভক্তরা বলেন, যত দিন যাচ্ছে ফকির লালন সাঁইয়ের জীবন ও গানের ব্যাপ্তি ততই প্রভাব বিস্তার করছে মানুষের মাঝে। ১১৬ বছর বেঁচে ছিলেন, মৃত্যু হয়েছে ১৩১ বছর আগে। এই দীর্ঘ সময়ও বিস্মৃতির অতলে তলিয়ে যাননি। বরং তার সৃষ্টির ঔজ্জ্বল্য বেড়েছে, বেড়েছে পরিধি।
তারা বলেন, ফকির লালন শাহ শতাব্দীর পর শতাব্দীজুড়ে এক ঐন্দ্রজালিক মোহময়তা বিস্তার করে চলেছেন। দিনদিন তার সে ঐন্দ্রজালিক বলয়ের বিস্তৃতি ঘটছে। অগণিত মানুষ তার বিশাল সৃষ্টি জগতে প্রবেশ করে সন্ধান করছেন যেন লালনেরই।
এমআরএম/এএসএম