সৌদিতে বয়লার বিস্ফোরণে বাংলাদেশি নিহত
সৌদি আরবের আল কাসিমে বয়লার বিস্ফোরণে মাদারীপুরের শিবচরের এক যুবক নিহত হয়েছেন। তার সঙ্গে আরও তিন বাংলাদেশির মৃত্যুর খবর ছড়ালেও তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১৯ সেপ্টেম্বর) সৌদির আল কাসিম প্রদেশের একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম সোহেল সিকদার (৩২)। তিনি শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে। সোহেলের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
তার স্বজনরা জানান, সম্প্রতি সোহেলের কন্যা সন্তানের জন্ম হয়েছে। তাকে দেখতে সোহেলের আগামী ২৫ সেপ্টেম্বর ছুটিতে দেশে আসার কথা ছিল।
সোহেলের বড় ভাই আবদুল গাফ্ফার জাগো নিউজকে বলেন, যখন মেয়ে হয় তখন আমার ভাই সৌদিতেই ছিল। মেয়েকে দেখার জন্য পাঁচ দিন পরই দেশে আসার কথা ছিল। এয়ার টিকিটও কাটা ছিল। সরকারের কাছে ভাইয়ের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানাই।
সৌদি আরব থেকে মো. শাহ আলম নামে সোহেলের এক পরিচিতজন বলেন, এ দুর্ঘটনায় সোহেলসহ কয়েকজন মারা গেছেন। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে সোহেলের মরদেহ সেখানকার একটি হাসপাতালে রাখা আছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জাগো নিউজকে বলেন, সৌদি আরবের আল কাসিমে বয়লার বিস্ফোরণে শিবচরের এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি।
এ কে এম নাসিরুল হক/এমএসএম/এএসএম