লেবাননে দূতাবাসের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাবু সাহা
বাবু সাহা বাবু সাহা
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১

লেবাননে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে মিলছে চিকিৎসাসেবা। রোববার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে ১৫তম ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’র চিকিৎসকরা এ সেবা দিচ্ছেন।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চার শতাধিক বাংলাদেশিকে সাধারণ চিকিৎসাসেবাসহ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। যেসব প্রবাসী জটিল রোগে অনেকদিন ধরে আক্রান্ত, তাদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা। রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান বলেন, লেবাননে চলছে ওষুধ সঙ্কট।

প্রবাসীরা নগদ অর্থ দিয়েও চাহিদা মতো ওষুধ ও চিকিৎসাসেবা পাচ্ছে না। তাই প্রবাসীদের সুবিধার্তে দূতাবাসের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা আগামীতেও অব্যাহত থাকবে।

বানৌজা’র সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লে. এ এস এম সাব্বির বলেন, বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশিদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে।

চিকিৎসা নিতে আসা বাংলাদেশিরা দূতাবাসের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ভাষা জটিলতা ও অর্থের অভাবে আমরা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারি না। যেহেতু এখানে বাংলাদেশি চিকিৎসক, সেহেতু আমরা আমাদের সমস্যাগুলো সহজেই তুলে ধরে চিকিৎসা নিতে পারছি।

লেবাননে দুই বছর ধরে চলমান অর্থনৈতিক মন্দার কারণে চলছে চিকিৎসা সঙ্কট। অর্থ দিয়েও পর্যাপ্ত সেবা ও ওষুধ পাচ্ছে না স্থানীয় নাগরিকসহ বাংলাদেশিরা।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]