সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

রাশিদুল ইসলাম জুয়েল
রাশিদুল ইসলাম জুয়েল রাশিদুল ইসলাম জুয়েল , সিঙ্গাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১০ আগস্ট ২০২১

সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (৮ আগস্ট) অনুষ্ঠানিকভাবে দিনটি উদযাপন করা হয়।

দিবসের প্রতিপাদ্য ছিল ‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’। এ উপলক্ষে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।

jagonews24

এরপর বঙ্গমাতার জীবন ও কর্মভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রামাণ্যচিত্রের পর দূতাবাসের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা এবং স্মৃতিচারণ। অনুষ্ঠানে দূতাবাসের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম স্মৃতিচারণ এবং আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]