কুয়েতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন যুক্তরাজ্য রাষ্ট্রদূতের

মোহাম্মদ হেবজু
মোহাম্মদ হেবজু মোহাম্মদ হেবজু , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৮ জুলাই ২০২১

কুয়েতে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বেলিন্ডা লুইস দেশটির বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানের সঙ্গে প্রথমে কুশল বিনিময় করেন।

পরে দুই দেশের নানা বিষয়ে আলোচনা করেন। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে বন্ধুপ্রতীম দুই দেশের রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

jagonews24

এ সময় লুইস প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাত শেষে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত দূতাবাসে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন এবং সেখানে সংরক্ষিত বাংলাদেশর স্বাধীনতা যুদ্ধের ও বঙ্গবন্ধুর স্মৃতি সংবলিত বিভিন্ন ছবি ঘুরে দেখেন সবশেষে বঙ্গবন্ধু কর্নারে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এমএসএম/এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]